
মেহেদী হাসান মারুফ শ্যামনগর :
শনিবার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের কোয়াটার ফাইনাল। সকাল ৯.০০টায় উপজেলা পর্যায়ে কোয়াটার ফাইনাল খেলার উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মুনজুর আলম। এক দিনের খেলায় বালক গ্রুপে ৯১নং খ্যাগড়াদানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৭৩ নং দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। বালিকা গ্রুপে ৯১ নং খ্যাগড়াদানা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ৭৪ নং গেবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন সহ সহকারী শিক্ষা কর্মকর্তা বৃন্দ ও শিক্ষক সমিতির সভাপতি/সম্পাদক সহ সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র খেলা পরিচালনা করেন শ্যামনগর উপজেলা রেফারী সমিতির সদস্য তৈয়েবুর রহমান বাবলু, আবু তালেব ও মজনু এলাহী।