
বিজয় মন্ডল ::
শ্যামনগরে বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণ পেল হাজার হাজার শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ছিল ২০১৯ সালের প্রথম দিন।
এদিন সারা দেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অবদান হিসেবে পালিত হয় বই উৎসব। নতুন বইয়ের ঘ্রাণ নিতে উন্মুখ হয়ে থাকে শিক্ষার্থীরা।
শ্যামনগরে শিক্ষার্থীদের সে আশা পূরন হলো নতুন বছরের প্রথম দিনেই নতুন বই প্রাপ্তির মধ্যে দিয়ে। আজ শ্যামনগরের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।
এ দিন বই বিতরন উৎসবে সমিল হয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন ।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজজামান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি সুজন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম প্রমূখ।
##