
এস কে সিরাজ,শ্যামনগর :
সুন্দরবনের আলামীন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জিন্নাত আলী পুলিশের হাতে আটক হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বুড়িগোয়ালীনি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানা পুলিশ তাকে আটক করে।আটক জিন্নাত আলী গাবুরার ৯নং সোরা গ্রামের আককাজ গাজীর ছেলে।
সে সুন্দরবনের ত্রাস অস্ত্রধারী আলামীন বাহীনির সেকেন্ড ইন কমান্ড।শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, তাকে সন্দেহ মুলক আটক করা হয়েছে। এবিষয় তদন্ত চলছে।