
এস কে সিরাজ, শ্যামনগর :
শ্যামনগর উপজেলা পরিষদের পুর্ব পাশে বিআরডিবি উপজেলা পরিষদ অফিসের পিছনের পরিত্যক্ত ডোবাটি এখন সুস্থ মানুষের আতংকে পরিনত হয়েছে। দুষন করছে পরিবেশ। ডোবাটি কয়েকটি হোটেল ও ঢাকা পরিবহনসহ গেটলক অফিস এলাকার বর্জে দুর্গন্ধে মরণকুপে পরিনত হয়েছে। বর্তমানে বর্ষা মৌসুমে এ ডোবাটির পানি পঁচে দুর্গন্ধ হয়ে পড়েছে। এখানে মশা, মাছি আর সাপের কারখানায় পরিনত হয়েছে। আশপাশের অফিস গুলো থাকে সার্বক্ষন থাকেন আতংকের মধ্যে। অফিসের কর্মকর্তা কর্মচারীরা অধিকাংশ সময়ে মশা, মাছি আর সাপের আক্রমনের টেনশনে থাকেন।
গত কয়েকদিন আগে কয়েকটি বিষাক্ত সাপ অফিস পাড়ায় ঢুকে পড়ে । শ্যামনগরের সচেতন মহল ডোবাটি ভরাট করে পরিকল্পিত সার্কেট করার দাবি করেছেন উপজেলা প্রসাশনের কাছে।