
নিজস্ব প্রতিনিধিঃ
অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানে উপকুলীয় শ্যামনগরের বেশ কয়েকটি একাকার বেঁড়িবাধ ভেঙে লোকালয় প্লাবনের ঘটনা ঘটেছে। এই অবস্থায় লোনা পানিতে বন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে বিশুদ্ধ খাবার পানির উৎস গুলো। অবস্থায় এসব এলাকাগুলোতে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
এমন সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্থ জনপদগুলোতে সোমবার থেকে বিনামূল্যে খাওয়ার পানি বিতরন কর্যক্রম শুরু করেছে উন্নয়ন সংস্থা “ড্রীম লাইটার”। এলাকার মানুষ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংস্থাটির নির্বাহী পরিচালক জানিয়েছেন তাদের বিনামূল্যে পানি বিতরনের এ কার্যক্রম অব্যাহত থাকবে প্রতিদিন তারা ৪ শতাধিক পরিবার নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্য সহায়তা দানের কার্যক্রম ও তাদের পরিকল্পনায় রয়েছে বলে তিনি জানান॥