
বিজয় মন্ডল ::
বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইন চার্জ অনিমেশ হালদার সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে 15/01/19 খ্রিঃ 12:30 ঘটিকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন কাঠেশ্বর এলাকাস্থ খোলপেটুয়া নদী হতে নেট জাল দিয়ে তৈরি 2100 মিটার বেহন্দী জাল মূল্য অনুমান 42000/-টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার পূর্বক উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের অনুমতিক্রমে বুড়িগোয়ালিনী নৌ থানায় নিয়ে এসে জনসম্মূখে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।