
বিজয় মন্ডল ::
১৬ অক্টোবর সমগ্র বিশ্বব্যাপী একযোগে পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। তারই অংশ হিসেবে শ্যামনগরে আজ মঙ্গলবার সকাল ১০ টায় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিষমুক্ত খাবার চাই শিরোনামে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান এবং প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক বিপ্রকাশ মন্ডল। বারসিক এর মারুফ হোসেন মিলনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আলোচনা রাখেন আটুলিয়া এ কাদের স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক বিপ্রকাশ মন্ডল, স্থানীয় কৃষানী সম্পা রানী ও টুম্পা রানী, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান মিলন, বারসিক’র প্রোগ্রাম অফিসার মননজয় মন্ডল প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, “আমাদের সুন্দরভাবে জীবনধারণের জন্য বিষমুক্ত ও বৈচিত্র্যময় খাবার গ্রহন করতে হবে। পৃথিবীর সকল প্রাণও প্রকৃতির জন্য আমাদের খাবারের চিন্তা করতে হবে।’ চন্ডিপুর আইপিএম কৃষক সংগঠন, সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ও বারসিক যৌথভাবে উক্ত আলোচনা সভার আয়োজন করে।