
শ্যামনগর প্রতিনিধি :
নারী ও শিশু সবার আগে, দূর্যোগ বিপদে প্রাধান্য পাবে, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
শনিবার সকাল ১১ টায় ফ্রেন্ডশীপ এর সহযোগিতায় হাসপাতাল চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরা -৪ আসনের এমপি স.ম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম মহসীন উল-মুলক,ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন ঝর্না,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শাকীব হোসেন প্রমুখ।