শ্যামনগরে বিশ্ব পানি দিবস পালিত


689 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে বিশ্ব পানি দিবস পালিত
মার্চ ২২, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

 

বিজয় মন্ডল, শ্যামনগর::

“পানির জন্য প্রকৃতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে আজ ২২ মার্চ ২০১৮ তারিখ সাতক্ষীরার, শ্যামনগরের আইলা বিদ্ধস্ত প্রত্যন্ত দ্বীপ ইউনিয়ন গাবুরার চকবারা গ্রামে পালিত হল বিশ্ব পানি দিবস। গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় চকবারা মানবকল্যান জেলে বাওয়ালী আই এফ এম কৃষক সংগঠন এর যৌথ উদ্যোগে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারসিক এর মননজয় মন্ডল এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কৃষক সিদ্দিকুল ইসলাম। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কৃষাণী বকুল বেগম, রাশিদা বেগম, হালিমা বেগম, বারসিক কর্মকর্তা বাবলু জোয়ারদার, কৃষক রশিদ বাউলিয়া, আব্দুল হামিদ প্রমুখ। আলোচনায় বক্তারা পানি সম্পদের সমন্বিত উন্নয়ন, ব্যবস্থাপনা, আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণ সম্পর্কিত নানা বিষয় আলোকপাত করেন।