
আসাদুজ্জামান :
“ বিশ্ব ভালবাসা দিবসে, সুন্দরবনকে ভালবাসুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব সুন্দরবন দিবস-২০১৬ উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী বাজার থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি শেষে বুড়গোয়ালিনী প্রাথমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৈখালী ষ্টেশন কর্মকর্ত নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক সালেহ মোঃ শোয়েব খান। এ সময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বুড়ি গোয়ালীনি ষ্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা, টেংরাখালী বনফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম,সুন্দবন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাঘ ব›ন্ধু আজিজুর রহমান, মুন্সিগঞ্জ বনফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল চৌধূরী প্রমুখ। বক্তারা এ সময় বলেন, ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। আর এই ভালবাসা দিবসে সুন্দবনকে ভালবাসা ও সংরক্ষণ করার জন্য সবাইকে সচেতন থাকার আহবান জানান।##