
এস কে সিরাজ,শ্যামনগর :
বাল্য বিবাহ নিরোধক আইন মোতাবেক শ্যামনগর কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামে বাল্য বিয়ে করার অপরাধে ছেলে, ছেলের বাবা ও মেয়ের বাবাকে পৃথক পৃথক ভাবে সাজা প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা প্রদান করা হয়।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, উপজেলা কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামের আহসান মোল্যার পুত্র হাসান মোল্যা(23) এর সাথে একই গ্রামের মোশরাফ তরফদারের নাবালোক ১৩ বছরের কন্যার সাথে মঙ্গলববার রাত ১২ টার দিকে গোপনে বিয়ে দেয়া হচ্ছিল। এদিকে স্থানীয় ভাবে খবর পেয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম সরেজমিন ঘটনাস্থলে গেলে এর চ্যান্ঞলকর প্রত্যক্ষ সত্যতা মিলে।
এক পর্য্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বাল্য বিবাহ নিরোধক আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছেলে হাসান মোল্যাকে এক মাস,ছেলের বাবা আহসান মোল্যাকে ১৫ দিন, ও মেয়ের বাবা মোশরাফ তরফদারকে ১৫ দিনের সাজা প্রদান করেন।
###
জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উদযাপন উপলক্ষে শ্যামনগরে রালী
এস কে সিরাজ, শ্যামনগর :
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ পালিত হচ্ছে। নানা আয়োজনে এ কর্মসৃচী চলবে সপ্তাহ ব্যাপী। এ দিকে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এস এম মহসীন উল মুলক এর নেতৃত্বে বনাঢ্য রালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক হোসেন সাগর, নওয়াবেকী গনমুখী ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওঃ মোঃ ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হোসেন মিয়া, উপজেলা ক্ষুদ্র মৎস্যজিবী সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ আলী আশরাফ।