
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগরে গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের ব্যাপক লোডশেডিং চলছে । সরকারী ও বে-সরকারী সহ সকল ব্যবসা প্রতিষ্টানে বিদ্যুতের কারনে কাজ কর্ম ব্যহত হচ্ছে । বৈষম্যের শিকার হচ্ছে শ্যামনগর উপজেলার পল্লী বিদ্যুৎ গ্রাহকরা । বিদ্যুতের অভাবে নাকাল হয়ে পড়েছে এই উপজেলার মানুষ।
বতমার্ন সরকারের ডিজিটাল ব্যবস্থাপনাকে পরিপুর্নতা আনতে বিদ্যুতই একমাত্র অন্তরায় হয়ে দাঁড়িয়েছে । এছাড়া সরকারের ব্যাপক উন্নয়নেও বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিদ্যুৎ । সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন দেশের বৃহত্তর উপজেলা হলো শ্যামনগর । এখান থেকে সরকার অন্যান্য উপজেলার চেয়ে বেশী রাজস্ব পেয়ে থাকে ।অথচ রাস্তাঘাটের পাশাপাশি বিশেষ করে বিদ্যুৎ এর সমস্যা লেগেই আছে এ উপজেলায়। এদিকে শ্যামনগর উপজেলায় পল্লী বিদ্যুতের নামমাত্র একটি অফিস থাকলেও কালিগঞ্জ অফিস থেকে নিয়ন্ত্রন করা হয়ে থাকে । যার কারনে বরাবরই শ্যামনগর বৈশম্যের শিকার হয়ে থাকে । গত এক সপ্তাহ ধরে বিদ্যুতের লোড শেডিং অব্যাহত রয়েছে । দিন রাত ২৪ ঘন্টার ৮ ঘন্টারও বিদ্যুতের দেখা মিলছে না । এদিকে বিদ্যুৎ বিল বহাল তবিয়্যাতে বেড়েই চলেছে । তবে গুড়ি গুড়ি বৃষ্টি আর মেঘ ডাকলেই মাঠ থেকে ছাগল যে ভাবে ভো- দৈাড় দেয় ,একই ভাবে ওই অজুহাতে পল্লী বিদ্যুৎ ও পালায় । বিদ্যুৎ কর্মচারীরা যেন অপেক্ষায় থাকে কখন আকাশে মেঘ ডাকবে আর সেই মুহুর্তে বিদ্যুৎ কর্মচারীরা অজুহাত খাড়া করেই লাইন অপ করে দেবে । এভাবে অব্যবস্থাপনার মধ্যদিয়ে চলছে পল্লী বিদ্যুৎ । এদিকে প্রশাসন সহ গ্র্হাক মহলের পক্ষ থেকে বরাবরই নিশ্চুপ থাকায় পার পেয়ে যাচ্ছে পল্লী বিদ্যুতের দুনীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীরা ।