
বিজয় মন্ডল, শ্যামনগর::
শ্যামনগর গোডাউন মোড় মটরভ্যান চালক সমিতির বার্ষিক নির্বাচন সম্পর্ন হয়েছে। শ্যামনগর গোডাউন মোড়স্থ গোডাউন মোড় মটরভ্যান চালক সমিতির অস্থায়ী কার্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোটে মোট ৩৬ জন ভোটারের প্রত্যেকটি ভোট পোল হয়। ভোট গননা শেষে ১ টি ভোট বাতিল হয়। গননা শেষে সভাপতি পদে আব্দুর রহিম ছাতা প্রতিকে ২৪ ভোট পেয়ে জয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর সালাম চেয়ার প্রতিক নিয়ে পায় ১১ ভোট, লাইন সম্পাদক পদে আহম্মেদ আলী ভ্যান প্রতিক নিয়ে ১৯ ভোট পেয়ে জয়ী হয়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এব্রাহিম ফুটবল প্রতিক নিয়ে পায় ১৭ ভোট। এছাড়া সহ সভাপতি পদে আল মাহমুদ, সাধারণ সম্পাদক রবীন্দ্র সরকার, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়। শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড: জহুরুল হায়দার বাবুর উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া উক্ত নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সহ সভাপতি শেখ লিয়াকত আলি, এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর সদরের ২ নং ওয়াড আওয়ামীলীগের সভাপতি মোঃ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জি এম আজিবর রহমান, মোঃ সাইদুল ইসলাম সাধু, মোঃ মাজেদ মোল্লা, এবং মোঃ আজিবর রহমান খোকন প্রমূখ। উক্ত নির্বাচনের সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ ইস্রাফিল হোসেন মিলন।