শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


867 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মার্চ ২৬, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সোমবার শ্যামনগর উপজেলা প্রশাসন, উপজেলা রিপোর্টার্স ক্লাব, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান উৎসব মূখর পরিবেশে সাড়ম্বরে দিবসটি পালন করে। শ্যামনগরের গোপালপুরে শ্যামনগর কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পণ করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন সরকার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল প্রমূখ। এরপর বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারী দপ্তর, বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন সহ আপামর জনতা সু সজ্জিত র্যালীর মাধ্যমে সৃতি সৌধে পুস্প মাল্য অর্পন করেন। গোপালপুর সৃতি সৌধে পুস্প মাল্য অর্পন শেষে সকলেই বীর শহীদদের কবর জিয়ারত করেন, এরপর শ্যামনগর নকিপুর সরকারী হরিচরন পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, পতাকা উত্তলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও সংসদ সদস্য সকলকে শফথ বাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে বিভিন্ন সরকারী, বে-সরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনীর সুচনা করেন। প্যারেড গ্রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিন শ্যামনগর উপজেলা প্রশাসনের তত্বাবধানে সুবিশাল জাতীয় পতাকা স্থাপন, প্যারেড প্রদর্শনী শেষে নির্বাচিতদের পুরস্কৃত করেন অতিথিবৃন্দ।