
আসাদুজ্জামান ও এস কে সিরাজ :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বাবুল আক্তার (৪৬) কে কুপিয়ে হত্যা করেছে একই মাদ্রাসার নৈশ প্রহরী আবুল কালাম গাজী। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনাটি নিশ্চিত করে জানান, মাদ্রাসা ছুটি দিয়ে বাড়ি যাওয়ার পথে নৈশ প্রহরী আবুল কালাম গাজী মাদ্রাসা সুপার বাবুল আক্তারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর সে পালিয়ে যায়।
তিনি আরো জানান, সুপার বাবুল আক্তার নূরনগর মহিলা দাখিল মাদ্রাসায় আবুল কালাম গাজীকে দপ্তরী পদে চাকরি দিয়ে তাকে নৈশ প্রহরীর কাজ করান। সম্প্রতি দপ্তরী পদে অন্য একজনকে নিয়োগ দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা ছুটির পর সুপারকে কুপিয়ে হত্যা করে আবুল কালাম গাজী। পুলিশ তার মরহেদ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।##