
ইব্রাহিম খলিল :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মাজাট এলাকায় মায়ের উপর অভিমান করে গলায় রশি দিয়ে সোমা(১৯) নামে এক যুবতী আত্মহত্যা করেছে। সোমবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সোমা মাজাট গ্রামের আমিনুর রহমানের মেয়ে। তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক জানান, রবিবার রাতে মায়ের সাথে মেয়েটির কথা কাটাকাটি হয়। এরই সুত্র ধরে সকালে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।