
এস কে সিরাজ,শ্যামনগর।। শ্যামনগর উপজেলার সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা, নকিপুর বাজার ঔষাধ দোকান মালিক সমিতির নেতা ও শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের এক সম্মানিত্ব নাগরিক ডাঃ শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। তার অাশুরোগ মুক্তি কামনা করে, নিজ সন্তান মোঃ সাইদুজ্জামান সাইদ ও তার পরিবার সকল মানুষের দোয়া কামনা করেছেন।এদিকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা-৪ আসনের মাননীয় এম পি এস এম জগলুল হায়দার মহোদ্বয় ডাঃ শাহাদত হোসেনকে দেখতে যান। এসময় তিনি তার শাররীক সুস্থতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর, সাবেক সম্পাদক এস কে সিরাজ, সাংবাদিক মারুফ হোসেন।