
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরার শ্যামনগরে দ্রুত গতির মোটর সাইকেল ধাক্কায় রহিমা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪জুন) সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ শেখ বাড়ী মোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। তিনি মুন্সিগঞ্জ পূর্ব ধানখালী গ্রামে আব্দুল করিম গাজীর স্ত্রী।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ভয়েস অব সাতক্ষীরাকে এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী একই গ্রামের নজরুল ইসলাম জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হেটে প্রতিবেশীর বাড়িতে যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতির মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়।
এসময় রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর আহত হয় ওই নারী। দ্রুত উদ্ধার করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রিতা রানী পাল তাকে মৃত ঘোষণা করেন।