
এস কে সিরাজ,শ্যামনগর
শ্যামনগর উপজেলা চত্বরে সোমবার বে-সরকারী এনজিও লিডার্সের আয়োজনে আন্তঃস্কুল বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
মেলার শুভ উদ্ধোধন করেন, সাতক্ষীরা- আসনের মাননীয় এম পি এস এম জগলুল হায়দার। তিনি এধরনের উদ্যোগের জন্য লিডার্সকে ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন – উল – মুলক, মুন্সিগন্জ কলেজের অধ্যক্ষ, কলেজ শিক্ষিকা শাহানা হামিদ, প্রেসক্লাবেরর সভাপতি আকবর কবীর,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক শিক্ষার্থীরা।
মেলায় উপজেলার ৩০ টি শিক্ষা প্রতিষ্টান অংশ নেয়। এ মেলায় শিক্ষার্থীদের সম্নয়ে কুইজ প্রতিযোগিতা, বিতর্ক সহ স্টলে বিজ্ঞান সামগ্রী পদর্শিত হয়। সার্বিক অনুষ্টান টি পরিচালনা করেন, লিডার্সের পরিচালক মোহন কুমার মন্ডল ।
##
শ্যামনগরে গাছ চাপা পড়ে স্কুল ছাত্র আহত
এস কে সিরাজ,শ্যামনগর।। শ্যামনগরেরর গোডাউন মোড় এলাকায় আত্বীয়ের বাড়ীতে বেড়াতে এসে গাছে উঠে ছবেদা ফল পাড়তে যেয়ে গাছের ডাল ভেঙ্গে স্কুল ছাত্র রবিউল গুরুতর আহত হয়। তার বাড়ী উপজেলার গাবুরা ইউনিয়নের গাইন বাড়ী এলাকায় তার বাড়ী। সে ওই এলাকার আজিজ সানার পুত্র।
কয়েক দিন আগে শ্যামনগরের গোডাউন মোড় এলাকায় সে বেড়াতে আসে। সোমবার সকালে এঘটনা ঘটলে তাকে দ্রুত শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।