
এস কে সিরাজ শ্যামনগর :
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা মিলনয়তনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো: মনজুর আলম অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার বলেন, শিক্ষা ক্ষেত্রে প্রধানমন্ত্রী এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। ইতোমধ্যে হাজার হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করণ করে শিক্ষা ক্ষেত্রকে আধুনিকায়ন করতে সক্ষম হয়েছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্র রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন-উল-মুলক, প্রেসক্লাবের সভাপতি জি,এম, আকবর কবীর।
প্রধান অতিথি সংসদ সদস্য এস, এম, জগলুল হায়দার ৪ হাজার ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, পোশাক ও হুইল চেয়ার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।