শ্যামনগরে শ্রী মদ্ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ


643 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে শ্রী মদ্ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ
মার্চ ১১, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
শ্যামনগর উপজেলার বংশিপুর কয়াল পাড়া গ্রাম বাসির আয়োজনে শ্রী মদ্ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। শ্রী গোপাল কৃষ্ণ দাসের পরিবেশনায় শ্রী মদ্ভাগবত সপ্তাহ মহাযজ্ঞ অনুষ্ঠানটি গত ৪ ঠা মার্চ থেকে শুরু হয়ে ১১ ই মার্চ মহোৎসবের মধ্যে দিয়ে সমাপ্ত হয়। সমাপনিতে উপস্থিত ছিলেন, ৮ নং ইশ্বরীপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম শোকর আলী, সমাজসেবক পরিতোষ আউলিয়া, সুকুমার গাইন প্রমূখ। সমগ্র অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিম ইশ্বরীপুর ইউনিটের সভাপতি/ সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ।