
ডেস্ক রিপোর্ট ::
শ্যামনগরের গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে কয়েক হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সকলের সম্মিলিত ভাবে টেনে শ্যামনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের নকিপুর হরিতলা মন্দিরে যেয়ে শেষ হয়।

রথযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিমল কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, শ্যামনগর সরাসরি মহসিন কলেজের প্রভাষক অনাথ চন্দ্র হালদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুশান্ত বিশ্বাস বাবু লাল, শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ নূরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, পুরোহিত হর প্রসাদ চট্টোপাধ্যায় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কয়েক হাজার ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন বক্তা গান দেশের ও দেশের মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
