
বিজয় মন্ডল ::
শ্যামনগর উপজেলার দাঁতিনাখালী সরদার বাড়ী ঈদগা সংলগ্ন আজমলের মুদির দোকানের সমানে কয়েকনদল জুয়াড়ী জুয়া খেলছে এমন সংবাদ পেয়ে মঙ্গলবার বেলা ৩ টার সময় শ্যামনগর রিপোটার্স ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র গাবুরা ইউনিয়ন প্রতিনিধি এস এম সাহেব আলী সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে হাজির হওয়া মাত্রই জুয়াড়ী দল তাকে এলোপাতাড়ী মারপিট করে ও প্রাননাশের হুমকি দেয়। জুয়াড়ী দলের মধ্যে গোলাপ সানার পুত্র হাফিজুর (২৫) গনি সানার পুত্র সালমান সানা (২০), আবিয়ার গাজীর পুত্র শাহাজালাল(২৬), ইমদাদুল গাইনের পুত্র ইকবল গাইন(২২) সংঙ্গবদ্ধ ভাবে সাংবাদিক সাহেব আলীর মোবাইল ভেঙে দেয় এবং তাকে এলোপাথাড়ি মারধর ও মাথায় আঘাত করে। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক সাহেব আলী।