
বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বহস্পতিবার উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এই প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় বিদ্যালয়ের নবম শ্রেণির ৩০জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ভূমিকা বৈদ্য প্রথম স্থান, খাদিজাতুল কোবরা দ্বিতীয় স্থান এবং শরিফা আক্তার সাথী তৃতীয় স্থান অর্জন করে।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বৈদ্য, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার ও মননজয় মন্ডল।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিবৃন্দ বলেন, সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে আমাদের মায়ের মতো আগলে রেখেছে। সুন্দর পরিবেশ ও সুন্দর পৃথিবীর জন্য সুন্দরবনের আন্তঃসম্পর্ক টিকে থাকা জরুরী। ##