
বিজয় মন্ডল, শ্যামনগর ::
শ্যামনগরে স্যমসাং ইলেকট্রা এক্সক্লুসিভ ব্রান্ড সপের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় শ্যামনগর হায়বাতপুর মোড়ের রহিম বক্স সুপার মার্কেট অবস্থিত স্যমসাং ইলেকট্রা এক্সক্লুসিভ ব্রান্ড সপে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিতা কেটে উক্ত ব্রান্ড সপের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের প্রতিনিধি শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, এবং স্যমসাং বাংলাদেশের সিইও ব্রি.জে. মোজাম্মেল হোসেন ও তার পত্নী। এসময় উপস্থিত ছিলেন উক্ত ব্রান্ড সপের পরিচালক মোঃ হারূন- উর- রশীদ, স্যমসাং বাংলাদেশের ডিভিশনাল ম্যানেজার সাজ্জাদুল হক, সাতক্ষীরা জেলা প্রধান ডিস্ট্রিবিউটর, শেখ সাইফুল ইসলাম বিপ্লব প্রমূখ। উদ্বোধন শেষে আলহাজ্ব মাওলানা রিয়াসাদ আলীর পরিচালনায় দোয়া পাঠ অনুষ্ঠিত হয়। এরপর শিক্ষক মোঃ মামুন হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।