শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় রতনপুর ইউপি চেয়ারম্যানের ভাই তাজু নিহত


453 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় রতনপুর ইউপি চেয়ারম্যানের ভাই তাজু নিহত
এপ্রিল ৩, ২০১৬ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

এস কে সিরাজ, শ্যামনগর :
শ্যামনগর খানপুর এলাকায় মাইক্রো বাসের ধাক্কায় রতনপুর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই তাজউদ্দীন তাজু (৪১) মারা গেছে।
শ্যামনগর থানা পুলিশ জানায়, রোববার বেলা আড়াইটার দিকে শ্যামনগর উপজেলার খানপুর বাসস্টান্ড এলাকায় একটি মটরসাইকেলে বসে ছিলেন তাজউদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রো  পিছন দিক তাদেরকে থেকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল থাকা কালিগন্জ উপজেলার রতনপুর ইউ পির সাবেক চেয়ারম্যান হাজী মুজিবুর রহমানের ছোট ভাই (দুলাবালা গ্রামের কওছার গাজীর ছেলে) তাজউদ্দীন তাজু ছিটকে পড়েমারা যায় । এ ঘটনায় মোটরসাইকেলেরর দুই আরোহী মারাত্বক ভাবে জখম হওয়ায় তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় মাইক্রো ড্রাইভার পালিয়ে গেছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।