
এস কে সিরাজ, শ্যামনগর:
সাত দফার দাবীতে ক্রেন্দ্রীয় কর্মসৃচি অনুযায়ী শুক্রবার সকালে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্বে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান করেছেন। এর পাশাপাশি প্রেসক্লাব চত্বরে মানববন্ধন, ও সমাবেশ করা হয়। এ সময় তারা সাতদফা দাবী তুলে বক্তব্য রাখেন। বিশেষ দাবীর মধ্যে তারা উল্লেখ করেন, জাতীয় সাংসদে ২০% হারে ৬০ টি আসন দিতে হবে, সংখ্যালঘু নির্যাতন সহ জমি দখল বন্ধ, সমাধিকার ও সমমর্যাদা দিতে হবে,স্বার্থ বান্ধব আইন প্রনোয়ন ও বাস্তবায়ন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসন দায়মুক্তির সাংস্কৃতিক থেকে উত্তরন এবং মুক্তিযোদ্ধের চেতনায় ফেরার সাত দফা দাবী মেনে নেয়ার জন্য এ সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি- রনজিত কুমার বরকন্দাজ, সম্পাদক মাষ্টার জয়দেব কুমার সহ অমল চন্দ্র মন্ডল, শিক্ষক সনজিদ মন্ডল, তরুন কর্মকার,মেম্বর বিরেন্দ্রনাথ মন্ডল, কিরন ভট্রাচার্য্য, নির্মল ঘোষ, রামপদ মন্ডল, জয়দেব সহ আর অনেকে। ##