
স্টাফ রিপোর্টার ::
শ্যামনগর রমজাননগর ইউনিয়নের আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মোঃ লাদেন হোসনের বিরুদ্ধে ছাত্রীদের উত্তাক্ত,অসাদ আচারন সহ বিভিন্ন অভিযোগ এনে অত্র বিদ্যালয়ের একশ”ছাত্রী লিখিত ভাবে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে,বেশ কিছু দিন আগে থেকে পাতড়াখোলা আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয়েরর শিক্ষার্থী মোঃ লাদেন হোসেন স্কুলের ছাত্রীদের প্রায় নানা ভাবে উত্তাক্ত করে থাকে। যার কারনে স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট হতে চলেছে।বিষয়টি নিয়ে শিক্ষক, অভিভাবক সহ শিক্ষার্থীদের মধ্যে চলছিল নানা গুন্জন।এক পর্য্যায় স্কুলের প্রায় শতাধিক ছাত্রী লিখিত ভাবে ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে।বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্বাহী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে নির্দেশ দেন বলে জানা গেছে।