
এস কে সিরাজ, শ্যামনগর :
সুন্দরবন উপকুলীয় শ্যামনগেরর নওয়াবেকী বাজার সংলগ্ন খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলন পুর্বক লক্ষ লক্ষ টাকার বানিজ্য অব্যাহত রেখেছে একটি সংগঠন। দু’ফা অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা প্রদান করা হলেও বালু ব্যবসায়ীদের তৎপরতা এখনও থামিনি। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ( নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ আহসান উল্লাহ শরিফী সরেজমিনে অভিযান চালিয়ে আব্দুস সাত্তার ঢালী কে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অভিযুক্ত ব্যক্তির বাড়ী শ্যামনগর আটুলিয়া ইউনিয়নের বড়কুপট গ্রামের বাবুর আলীর পুত্র।
বালু মহল ও মাটি ব্যবস্থাপনা ২০১০ সালের ৫ ধারা মতে এ জরিমানা আদায় করা হয়েছে বলে শ্যামনগর সহকারী কমিশনারের কার্যালয় থেকে জানা গেছে।