
বিজয় মন্ডল, শ্যামনগর::
“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”
এই বিষয়কে সামনে রেখে বাংলাদেশের
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের লক্ষ্যে শ্যামনগর উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচির মধ্যে আজ বৃহস্পতিবার সকালে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: কামরুজজামান নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দশোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মহসিন উল মূলক, শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারিবৃন্দ; জনপ্রতিনিধিবৃন্দ; বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ; রাজনৈতিক নেতৃবৃন্দ; সুধি সমাজসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।