
এস কে সিরাজ,শ্যামনগর:
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কৈখালী গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ সমির উদ্দিন গাজীর বসত ঘর সহ রান্না ঘর গভীর রাতে আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। স্থানীয়রা জানায় রান্না ঘর থেকে আগুনের সুত্র পাত হতে পারে। গভীর রাতে আগুন লাগায় ক্ষয় ক্ষতির পরিমান বেশী হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। আগুনে পুড়ে যাওয়া সংবাদ পেয়ে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী গাজী শাহ আলম ও ৩নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য আমিনুল ইসলাম ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করারর চেষ্টা করেছিলেন। পরে গ্রামবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে মুক্তিযোদ্ধা সমির উদ্দীনের বসত ঘরসহ তিন টি গুরুপ্তপুর্ন ঘর আগুনে পুড়ে যায়। ওই পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। ###