
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগর উপজেলায় গাবুরা ইউনিয়নে হঠাৎ টর্নেডোর আঘাতে ৯ নং সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী ও পার্শ্বেখালী গ্রামে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসময়ে বজ্রপাতের আঘাতে ১০ নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম (৫৫) ঘটনাস্থলে মৃত্যু হয়। ঝড়ে ইউনিয়নের নাপিতখালী গ্রামের আলীম মোড়লের ছেলে বাবু (২৫) মোক্তার মোড়লের ছেলে আলী হোসেন (৪৫) ডুমুরিয়া গ্রামের সামাদ তরফদারের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং চাঁদনীমুখা গ্রামে ইদ্রীস গাজীর স্ত্রী মর্জিনা গুরুতর আহত হয়।
গাবুরা ইউপি চেয়ারম্যান আলী আযম টিটো জানান, মঙলবার বিকাল ৫ টা থেকে ৫ টা ২৫ মিনিট পর্যন্ত টর্নেডোর আঘাতে মুহূর্তেই ৪ টি গ্রামের শতাধিক ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।###