
শ্যামনগর প্রতিনিধি::
শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উক্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রী, অভিভাবক ও এলাকার সুধীজনের আয়োজনে- গত ইংরেজি ২৪ ফেব্রয়ারি ২০১৫ তারিখে স্কুল শুরু হওয়ার আগে নতুন ভবনের মধ্যে শিক্ষক ব্রজেন্দ্রনাথ মন্ডল ও ২০১৫ সালের এস এস সি পরীক্ষার্থী কাকলী রানী গায়েনের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া সহ ব্রজেন্দ্রনাথ মন্ডল কর্তৃক ম্যানেজিং কমিটির বিরূদ্ধে মিথ্যা মামলার পক্ষ্যে কাকলী রানী গায়েন ও তার অর্থলোভী পিতা রবীন্দ্রনাথ গায়েন সাক্ষী দেওয়ার প্রতিবাদে স্কুল চত্বরে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অভিভাবক মোঃ হাবিবুর রহমান, সুধিজন মোঃ রফিকুল ইসলাম, অভিভাবক ও শিক্ষক গোবিন্দ চন্দ্র মন্ডল, যোগেশচন্দ্র মন্ডল, সুধান্ন কুমার মন্ডল এবং ছাত্রদের মধ্যে থেকে অশোক কুমার মিস্ত্রি সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন,
চরিত্রহীন, শিক্ষক নামের কলঙ্ক ব্রজেন্দ্রনাথ মন্ডল টাকার বিনিময়ে চরিত্রহীন কাকলী রানী গায়েন ও তার অর্থলোভী পিতা রবীন্দ্রনাথ গায়েনকে কিনে নিয়ে মিথ্যা সাক্ষি দেওয়াইছে। তারা এর তীব্র নিন্দা জানান।