
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগর সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও সাতক্ষীরা নারী শিশু আদালতের বিশেষ পিপি এ্যাডঃ জহুরুল হায়দার বাবু কে শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার কলেজের হলরুমে বিশেষ অনুষ্টানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয়।এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ হাফিজুল আল মাহমুদ এর সভাপতিত্বে সমগ্র অনুষ্টান পরিচালনা করেন, প্রভাষক আব্দুল হামিদ ( কম্পিউটার) ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ি কলেজের প্রভাষক জুলফিকার আল মেহেদী লিটন,উপজেলা সৈনিকলীগের সম্পাদক আব্দুর রব, শ্রমিকলীগের আব্দুর রাজ্জাক,সহ আব্দুল হামিদ, আব্দুর রউফ, নুরুল ইসলাম, রামকৃষ্ণ, ব্যাবস্থাপনা কমিটির সদস্য দিলীপ কুমার প্রমুখ। এ দিকে এ সংবর্ধনা অনুষ্টানে নবনির্বাচিত চেয়ারম্যান কে ক্রেস্ট প্রদান করেন, কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ।