
এস কে সিরাজ,শ্যামনগর :
সাতক্ষীরার শ্যামনগর সাব রেজিষ্ট্রী অফিসেরর নকলনবীশ এসোসিয়েশনের সভাপতি রাম প্রসাদ রায় ও সম্পাদক সামসুল হুদার নেতৃত্বে মানববন্ধনের মাধ্যমে অফিসের সামনে দাড়িয়ে নিজেদের বেতন স্কেল জাতীয় করণের দাবী জানিয়ছেন। এছাড়া গত বছরের বকেয়া বিল পরিশোধেরও দাবী করেছেন তারা । এসময় তারা দাবী না মানা পর্যন্ত কালো ব্যাজ ধারন, কলমবিরতি ও ঢাকায় মহাসম্মেলন সহ নানা কর্মসৃচী অব্যাহত রাখার কথা জানিয়ছেন।