
এস কে সিরাজ ::
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মোঃ মনজুর আলম কে বকুল ডিজিটাল সাইন ও মুক্তছাপা খানার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
এ সময় ফুল,ক্রেস,বাধানো ছবি সহ বিভিন্ন উপহার দিয়ে নির্বাহী কর্মকর্তাকে বিদায় জানানো হয়।এসময় এ অনুষ্টানে সভাপতিত্ব করেন,বকুল ডিজিটাল সাইনের মালিক আমিনুর রহমান বকুল।সমগ্র অনুষ্টানটি আন্তরিকতার সাথে পরিচালনা করেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বি আর ডিবি কর্মকর্তা সোহেল হোসেন,জনস্থাস্থ্য কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,সাংবাদিক এস কে সিরাজ, আবু সাইদ, আবু ইসা,আনিছুর রহমান প্রমুখ।