
এস কে সিরাজ,শ্যামনগর :
শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামের বরকত গাজীর বাড়ী সংলগ্ন চলাচলের পথটি দীর্ঘদিন সংকুচিত থাকায় ওই এলাকার প্রায় ১০ টি পরিবার অবরুদ্ধ ছিল।
সাধারন খেটে খাওয়া মানুষ গুলো অজানা কষ্টের মধ্যে দিন পার করেছেন। অনেক সচেতন ও জনপ্রতিনিধিরা সবার্ত্বক চেষ্টা চালিয়ে নাজেহাল হয়ে পড়লেও শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক ও সংশ্লিষ্ট্য ওয়ার্ডের মেম্বর এস কে সিরাজ এর ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে রাস্তাটির সম্প্রসারনের কাজ করে দেয়ায় মুক্ত হলো ১০ টি পরিবার।রাস্তাটি সম্প্রসারনের জন্য বিশেষ ভাবে সহযোগিতা করেন সমাজসেবক মোঃ মিজানুর রহমান,সুকুমার মন্ডল, ও সুকুমার মন্ডল।
তবে সার্বিক আন্তরিকতা দেখিয়েছেন শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি আকবর কবীর।
ভুক্তভুগিরা ও এলাকাবাসী জমিদাতার প্রতি কৃতঙ। এদিকে দীর্ঘিদন পর উম্মুক্ত পথ পেয়ে সকলেই খুবই খুশি। নিজে দাড়িয়ে থেকে ৪০ দিনের শ্রমিক দিয়ে রাস্তার কাজ সম্পর্ন করায় সংশ্লিষ্ট্য ওয়ার্ডের মেম্বর এস কে সিরাজ কে ও আন্তরিক ভাবে ভুক্তভুগিরা ধন্যবাদ জানিয়েছেন।