শ্যামনগর সদর হাসপাতালে মশা নিধন ও ড্রেন পরিস্কার অভিযানে এম পি জগলুল


517 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্যামনগর সদর হাসপাতালে মশা নিধন ও ড্রেন পরিস্কার অভিযানে এম পি জগলুল
মার্চ ১০, ২০১৮ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

বিজয় মন্ডল, শ্যামনগর ::
আবারো রোগীর সেবায় নিজ হাতে ফগার মেশিনের সাহায্যে মশা নিধন এবং নর্দমা পরিস্কার করলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।শুক্রবার বিকাল ৫ টায় হটাৎ মশা তাড়ানো ফগার মেশিন ঘাড়ে নিয়ে সদর হাসপাতালে উপস্থিত হন এমপি জগলুল হায়দার।তিনি তার প্রাইভেট কার থেকে নেমে হাসপাতালের বিভিন্ন আনাচে কানাচে নিজ হাতে ফগার মেশিন দিয়ে স্প্রে করেন এরপর সাথে থাকা সকলকে নিয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে নর্দমা পরিস্কার করে তাক লাগিয়ে দেন উপস্থিত সকলকে। তার এই মহতি কাজ দেখে হতবাক হয়ে যান উপস্থিত জনতা। এসময় সকলকে শ্যামনগর সদর হাসপাতালের দীর্ঘ দিনের সমস্যা সমাধানে এমপির উদ্দোগে সস্তির নিশ্বাস ফেলতে দেখা যায়। একজন এমপির এমন কাজ দেখে উদ্বুদ্ধ হয়েছেন সাধারণ মানুষ। কোনো কাজ ছোট নয় সেটি দেখিয়েছেন এমপি জগলুল হায়দার। এদিনের এই কাজ এমপি জগলুল হায়দারের নতুন নয়।প্রতিনিয়ত তিনি গরিব অসহায়ের জন্য নিজ হাতে কাজ করে যাচ্ছেন।তার এই কাজকে মহতি উদ্যোগ বলে মনে করেছেন সাধারণ মানুষ।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মান্নান আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান,সদর হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ আনিছুর রহমান,মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মোশারফ হোসেন, দেবাশীষ চন্দ্র মন্ডল, রিপোর্টস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, শ্যামনগর সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মশিউর রহমান, মটর সাইকেল চালক সমিতির সভাপতি মোঃ সাবের মিস্ত্রী, তাতি লীগের সভাপতি মোঃ মানুনুর রশিদ সহ প্রমুখ।