
এস,কে সিরাজ , শ্যামনগর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে শ্যামনগর মহসীন কলেজের অধ্যক্ষ ড. ইয়াহিয়া মোল্যার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মহসীন কলেজের শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ বাবু বলরাম মন্ডলসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও ছাত্র/ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস,এম জগলুল হায়দার বলেন, অন্যবারের তুলনায় এবার ব্যাপক ভাবে জাতীয় শোক দিবস ভাব গাম্ভিয্যের মাধ্যমে সারা উপজেলায় পালিত হবে। এলক্ষ্যে সকলকে আন্তরিক ভাবে জাতীয় শোক দিবসে সহযোগিতা ও জাতীর জনক বঙ্গবন্ধুর পরিবারের জন্য দোয়া করার আহবান করেন।