
এস কে সিরাজ,শ্যামনগর:
সুন্দরবনের পাদদেশ শ্যামনগর মুন্সিগন্জ ইউনিয়ন পরিষদ কক্ষে মুন্সিগন্জ চেয়ারম্যান আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে সুন্দরবন থেকে সরাসরি মধু সংগ্রহ, উৎপাদন ও রপ্তানী করার নিমিত্তে বিশেষ এক সেমিনার অনুষ্টিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরার মাননীয় জেলা প্রসাশক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরার আমের মত এবার সুন্দরবনের মধু সংগ্রহ সহ বাজারজাত করন করতে হবে। এ জন্য তিনি সকল পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন উল মুলক, সাতক্ষীরা-চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝরনা, সহ বিসিক কর্তৃপক্ষ।