
এস কে সিরাজ শ্যামনগর:
সাতক্ষীরার শ্যামনগর হাসপাতালের কর্মঠ (টি এইচ এ) পঃপঃ কর্মকর্তা ডাঃ সন্তোষ কুমার সরদার কে আকর্ষিক বদলী করায় শ্যামনগরের সকল শ্রেনীর মানুষ ফুসে উঠেছেন।
এর প্রতিবাদ জানাতে গতকাল সকালে সকল শ্রেনীর মানুষ জড়ো হয়ে শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানব বন্ধন করে। পরে তারা উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে। বদলী বাতিল না করলে নানা কর্মসুচী নেওয়ার পাশা পাশি হাসপাতালে নতুনভাবে পাঠানো কর্মকর্তাকে অফিসে ঢুকতে দেয়া হবেনা বলে হুমকি দেয়া হয়। এসময় প্রতিবাদ সমাবেশ ও মানব মান্ধনে নেতৃত্ব দেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান, নকিপুর বাজার সমিতির সম্পাদক বাবু বিশ্বনাথ নন্দী।