শ্রাবন্তী এখন ঢাকায়


790 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্রাবন্তী এখন ঢাকায়
মার্চ ৭, ২০১৬ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

ভয়েস অব সাতক্ষীরা ডটকম ডেস্ক :
কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী এখন ঢাকায়। যৌথ প্রযোজনার ‘শিকারি’ ছবির মহরতে যোগদানের উদ্দেশ্যে সোমবার (৭ মার্চ) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন এ অভিনেত্রী। এ ছবির মহরত অনুষ্ঠান হবে ৭ মার্চ সন্ধ্যায় ঢাকার অভিজাত হোটেলে ওয়েস্টিনে। ১৪ মার্চ থেকে কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে। এরপর বাংলাদেশ হয়ে ইউরোপের বিভিন্ন দেশে এর শুটিং হওয়ার কথা রয়েছে।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ঢাকায় এসে হোটেল ওয়েস্টিনে উঠেছেন শ্রাবন্তী। একদিনের জন্য এসেছেন তিনি। এবারই প্রথম ঢাকায় পা রাখলেন টলিউডের জনপ্রিয় এই মুখ।

যৌথ প্রযোজনার এ ছবিটি যৌথভাবে নির্মিত হচ্ছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ এর ব্যানারে।

ছবিতে ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করবেন শ্রাবন্তী।

‘শিকারি’ ছবির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আব্দুল্লাহ জহির বাবু আর ভারতের পেলে চ্যাটার্জি। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সীমান্ত ও কলকাতার জয়দেব।

ছবিতে শাকিব খান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন বাংলাদেশের অমিত হাসান, সুব্রত, শিবা সানু এবং কলকাতার রাহুল দেব, সব্যসাচী, লিলি প্রমুখ।

একটি কিলিং মিশনকে ঘিরে ছবির গল্প গড়ে উঠেছে।

অভিনেত্রী শ্রাবন্তী ভারতীয় বাংলা চলচ্চিত্রের মেধাবী অভিনেতা দেব, জিৎ, সোহম সহ আরো বেশ কয়েকজন বিখ্যাত অভিনেতার সাথে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন।

১৯৯৭ সালে ‘মায়ার বাঁধন’ ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন শ্রাবন্তী।