শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ


365 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের সম্ভাব্য একাদশ
মার্চ ১৬, ২০১৮ খেলা ফটো গ্যালারি
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে ‘মাস্ট উইন ম্যাচে’ আজ স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে টাইগার শিবিরে যোগ দিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে তাকে নিয়েই মাঠে নামবে বাংলাদেশ, এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।

দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে শ্রীলঙ্কায় পৌঁছেছে সাকিব। এর আগে, ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার জায়গায় ডাক পান লিটন দাস।

ব্যথা সেরে ওঠায় এখন বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছেন ত্রিশ বছর বয়সী সাকিব। বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংও করতে পারছেন সাবলীলভাবে। ম্যাচ খেলার মতো ফিট বলেই তাকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের সম্ভাব্য আগমনে একাদশ থেকে বাদ পড়তে পারেন স্পিনার নাজমুল ইসলাম অপু।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. লিটন দাস
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. মাহমুদউল্লাহ রিয়াদ
৬. সাকিব আল হাসান
৭. সাব্বির রহমান
৮. মেহেদি হাসান মিরাজ
৯. মোস্তাফিজুর রহমান
১০. রুবেল হোসেন
১১.আবু হায়দার রনি।