
বাংলাদেশ বেতার, টেলিভিশন ও অডিও এ্যালবামের বিশিষ্ট সংগীতশিল্পী সাতক্ষীরার কৃতিসন্তান আবু আফ্ফান রোজবাবু কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ীর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় রবীন্দ্রভারতী সোসাইটির আয়োজনে ১৫৫তম রবীন্দ্রজন্মোৎসবে রবীন্দ্রভারতী সোসাইটির সভাপতি বিচারপতি শ্রী চিত্ততোষ মুখোপাধ্যায়ের বিশেষ আমন্ত্রনে ১৪ মে শনিবার বিকাল ৫:৩০ মিঃ কলকাতার ‘নন্দন প্রেক্ষাগৃহ -২’এ রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে আরো থাকবেন ভারতবর্ষের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পীদের মধ্যে অন্যতম শ্রেয়া গুহঠাকুরতা, ঋদ্ধি বন্দোপাধ্যায় ও সৌম্যজিৎ মুখোপাধ্যায়। আবৃত্তিতে কাজল সুর ও সুস্মিতা চন্দ। বিশেষ অতিথি শ্রী নীতিশ মুখোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক; শ্রী যাদব মন্ডল, অধিকর্তা, নন্দন প্রেক্ষাগৃহ ও সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, রবীন্দ্রভারতী সোসাইটি, কলকাতা । সঞ্চালনে কলকাতা দূরদর্শণের স্বাতী মিত্র ও শিল্পী চট্টপাধ্যায়।
১৫ মে রবিবার বিকাল ৫:৩০ মিঃ কলকাতার জগৎ মুখার্জী পার্কে কলকাতা কালচারাল সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় ‘সুর-ও-সাধনা’র আয়োজনে “তোমারি নাম বলবো” শিরনামে ১৫৫তম রবীন্দ্রজন্মোৎসব উপলক্ষে রোজবাবু রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন রাজ্যপাল ও সুর-ও-সাধনার মুখ্য উপদেষ্টা শ্যামল কুমার সেন সংগীতে বিশেষ অবদানের জন্য রোজবাবুকে বিশেষ সম্মাননা জ্ঞাপন করবেন। অনুষ্ঠানে আরো থাকবেন রবীন্দ্রসংগীততে শ্রীরাধা বন্দোপাধ্যায়, অলোক রায়চৌধুরী, মনোময় ভট্টাচার্য্য, মনোজ মুরলীনায়ার, মনীষা মুরলীনায়ার, জয়তী চক্রবর্তী, ডঃ নিবেদিতা মিত্র প্রমুখ। আবৃত্তিতে অনুপ মতিলাল, ব্রততী বন্দোপাধ্যায়, ঝর্ণা বারুই, সঞ্জীব আচার্য প্রমুখ। নৃত্যে দেবলীনা কুমার, রাহুল সিন্হা ও অস্মিতা রায়। অতিথি হিসাবে দেবাশিষ কুমার (মেয়র, কলকাতা পৌরসংস্থা), ডাঃ শান্তনু বন্দোপাধ্যায় (শিশু সাহিত্যিক), সুদীপ্ত চক্রবর্তী (ডিআইজি অফ পুলিশ, কলকাতা) প্রমুখ। সঞ্চালনে কলকাতা দূরদর্শণের চন্দন মজুমদার ও মৌসুমী ভট্টাচার্য্য।