
স্টাফ রিপোর্টার :
দলের কারণ দর্শানো নোটিশ পেয়ে নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ। রোববার দুপুর ৩টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়ে বৈকারী ইউনিয়নবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রউফ বলেন, আমি বৈকারী ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলাম। দল থেকে আমাকে কারণ দর্শানো নোটিশ ও একই সাথে নির্বাচন থেকে সরে দাড়িয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে অনুরোধ জানানো হয়। কিন্তু ব্যবসায়িক কাজে জেলার বাইরে থাকায় যথাসময়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করতে পারিনি। তাই সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাড়ালাম।
এ সময় তিনি বৈকারী ইউনিয়নবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। ##