
আসাদুজ্জামান :
জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে সাতক্ষীরার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে মহিলা সংসদ সদস্য হিসেবে জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জ্যোৎ¯œা আরা’কে চান সাতক্ষীরাবাসী ।
সুবিধা বঞ্চিত নারী সমাজকে এগিয়ে নিতে বর্তমান সময়ে জ্যোৎ¯œা আরা’র বিকল্প নেই। গরীব দুঃখী মানুষের প্রাণের নেত্রী সাতক্ষীরার কৃতি সন্তান গণমানুষের প্রিয় মুখ নারী জাগরণ ও নারী আন্দোলনের অগ্নি কন্যা কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা বারবার নির্বাচিত পৌর কাউন্সিলর জ্যোৎ¯œা আরা। তিনি ১৯৯০ সালের ছাত্র আন্দোলনে, স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অংশ গ্রহণের মাধ্যমে রাজনীতিতে যাত্রা শুরু করেন। তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রলীগের আহবায়ক, জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সর্বশেষ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা হিসেবে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করছেন। তিনি মেহনতী ও শ্রমজীবি খেটে খাওয়া সাধারণ নিরীহ মানুষের সুখ-দুঃখের সর্বসময়ের সাথী। এলাকার মানুষের সুখে দুঃখে নিজেকে উৎসর্গ করেছেন। তিনি ইতিমধ্যে শত শত উঠান বৈঠকের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নারী সমাজের কাছে তুলে ধরে নারীদের সুসংগঠিত করে নারী জাগরণে দৃষ্ট্রান্ত স্থাপন করেছেন এবং তিনি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন। আর তাই সাতক্ষীরার নারী সমাজের ভাগ্যোন্নয়নে জ্যোৎ¯œা আরা’কে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে (৩১২) এমপি হিসাবে মনোনয়ন দেবেন এমনটাই প্রত্যাশা সাতক্ষীরাবাসীর। এটাই সাতক্ষীরাবাসীর একমাত্র প্রাণের দাবী প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে। ##