সজল-মেহজাবিনের ‘অনামিকার নীল উপাধ্যায়’


644 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সজল-মেহজাবিনের ‘অনামিকার নীল উপাধ্যায়’
মার্চ ৯, ২০১৮ ফটো গ্যালারি বিনোদন
Print Friendly, PDF & Email

অনলাইন ডেস্ক ::
বিয়ের পিঁড়িতে বসতে পারেনি অনামিকা। তার আগেই অনাকাঙ্ক্ষিত অঘটনে থমকে যায় অনামিকার জীবন। বিয়ের সানাইয়ের সুর নয়, প্রবল হতাশা আর আত্মহননের সুর তাকে গ্রাস করে। তারপর বিপুল আত্মপ্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর যুদ্ধে অবতীর্ণ হয় অনামিকা।

একসময়ের সহপাঠী বীথি আপা তার প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ঘটনাচক্রে পরিচয় হয় বীথির পূর্ব পরিচিত তূর্যর সাথে। ধূসর অতীতকে পেছনে ফেলে আলোকিত ভবিষ্যতের পথে অনামিকার সঙ্গী হতে চায় তূর্য। কিন্তু অনামিকার জীবনে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত অঘটনের কথা জানার পরে তূর্য কি অনামিকার পাশে থাকবে?

সম্প্রতি ‘অনামিকার নীল উপাধ্যায়’ নাটকে একজন ধর্ষিতা নারীর চরিত্রে অভিনয় করলেন মেহজাবিন চৌধুরী। তৌফিক এলাহির রচনা ও পরিচালনায় নাটকে অন্যান্য ভূমিকায় সজল, সুষমা সরকার, শেলি আহসান, খালেকুজ্জামান, নিকুল কুমার প্রমুখ অভিনয় করেছেন।

আজ শুক্রবার রাত ৯টা ০৫ মিনিটে এনটিভির পর্দায় দেখা যাবে অনামিকার নীল উপাধ্যায়।