
স্টাফ রিপোর্টার :সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান অসলে নির্বাচিত হয়েছেন। সোমবার বৈকারী ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী সদরউপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান অসলে এবং বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুর রহমান প্রতিদন্দিতা করেন। অনুষ্ঠিত দলীয় প্রার্থী নির্বাচনে ৭৬জন ভোটার, ভোট প্রয়োগ করে। এতে আসাদুজ্জামান অসলে সর্বচ্য ৪৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদন্দি আমিনুর রহমান পেয়েছেন ৩২ ভোট। দলীয় প্রার্থী নির্বাচন পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক শাহজান আলী। এসময় উপস্থিত ছিলেন বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আফসার আলী দফাদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।