
আব্দুর রহমান : সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ মাসুদ রানা (২৩) নামে এক মাদকসেবনকারী ও ইয়াবা ব্যবসায়ীকে ৩মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আনারুল ইসলামের ছেলে। বুধবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা নিবাহী অফিসার শাহ আবদুল সাদীর নেতৃত্বে সদর উপজেলার কুচপুকুর গ্রামের রফিকুল ইসলামের বাড়ীর পুর্ব পাশ্ব থেকে ৫পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আবদুল সাদী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ (১) ধারার টেবিলের ৯ (ক) অনুচ্ছেদের অপরাধে দোষী সাব্যস্ত করে ৩ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেল হাজতে প্রেরণের আদেশ প্রদান করা হয়।