
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সফটরক গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত প্রিমিয়ার ক্রিকেট ও ১ম বিভাগ ক্রিকেট লীগের পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সাতক্ষীরা স্টেডিয়ামে ৭ মে,২০১৭ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রিমিয়ার ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন গনমুখী সংঘ ও রানার আপ টাউন স্পোর্টিং ক্লাব, ১ম বিভাগ ক্রিকেটের চ্যাম্পিয়ন এরিয়ান্স ক্লাব ও রানার আপ সেবা সংঘ এবং প্রিমিয়ার ক্রিকেটের ম্যান অব দ্য সিরিজ নিশীত, সেরা ব্যাটস ম্যান তানভীর এবং সেরা বোলার ফজলু, ১ম বিভাগ ক্রিকেট লীগের ম্যান অব দ্য সিরিজ তাপস, সেরা ব্যাটস ম্যান সাগর ও বোলার ওহিদুজ্জামান -কে এবং তায়কোয়ানডো ঢাকাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহন করে স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, পুলিশ সুপার ও সহ-সভাপতি আলতাফ হোসেন, সফটরক গ্রুপের চেয়ারম্যান ও উভয় লীগের পৃষ্ঠপোষক কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাদুল ইসলাম, সাতক্ষীরা সদর থানার সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহমেদ, আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি কবির উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, সহ-সাধাঃ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের. যুগ্ম সম্পাদক তৈয়ব হাসান, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য ইদ্রিস আলী, রুহুল আমীন, মীর তাজুল ইসলাম রিপন, আলতাফ হোসেন, কাজী কামরুজ্জামান, কবিরুজ্জামান রুবেল সহ ক্লাব কর্মকর্তা ও খেলোয়াড় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু এবং সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার নির্বাহী সদস্য ও খুলনা বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি আ.ম আখতারুজ্জামান মুকুল।
প্রেস রিলিজ